শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস আল্লামা সুলতান যওক নদভীর জানাজায় জনতার ঢল সুলতান যওক নদভীর মৃত্যুতে হেফাজত আমিরের শোক তাঁর অনুপস্থিতি সহজে পূরণ হবার নয়: ইউকে জমিয়ত সাম্রাজ্যবাদের ফান্ডখোরদের পরিকল্পনা বাস্তবায়ন করতে দেব না: হেফাজত আমির আস-সুন্নাহর প্রশিক্ষণে আপ্লুত হজযাত্রীরা

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সম্ভাব্য ৩ পদ্ধতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্বাচন কমিশন প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটিং ব্যবস্থা চালুর লক্ষ্যে তিনটি সম্ভাব্য পদ্ধতি নিয়ে কাজ করছে। কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সম্প্রতি এক ব্রিফিংয়ে জানিয়েছেন, পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং - এই তিন পদ্ধতির মধ্যে থেকে বাছাই করা হবে। তবে কোন একটি পদ্ধতিতে নয়, বরং মিশ্র পদ্ধতি অনুসরণ করা হতে পারে।

প্রবাসীদের ভোটিং প্রক্রিয়া শুরুর জন্য প্রথমেই তাদেরকে নিজ নিজ অবস্থানরত দেশ থেকে রেজিস্ট্রেশন করতে হবে।

বাংলাদেশে অবস্থানরত প্রবাসীরা এই সুবিধার আওতায় পড়বেন না। নির্বাচন কমিশন ইতিমধ্যে পদ্ধতিগুলোর কার্যকারিতা যাচাই করতে মব টেস্টিং শুরু করেছে। এ বিষয়ে একটি এডভাইজরি পরিষদ গঠন করা হবে, যারা প্রতিটি পদ্ধতির ইতিবাচক ও নেতিবাচক দিক বিশ্লেষণ করবে।

কমিশনার সানাউল্লাহ স্পষ্ট করেছেন, ‘আমাদের লক্ষ হচ্ছে প্রবাসী ভোটিং ব্যবস্থার সূচনা করা।

শুরু করতে পারলেই ধীরে ধীরে এটি পরিপক্ব হবে। তবে আমরা এমন কোন ঝুঁকিপূর্ণ পদ্ধতি চালু করব না যাতে প্রক্রিয়াটি প্রথমেই ব্যর্থতার মুখ দেখে। প্রতিটি পদক্ষেপই আমরা গভীরভাবে বিবেচনা করে নেব।’

এডভাইজরি পরিষদের রিপোর্ট পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্তমানে প্রায় ১.২ কোটি প্রবাসী বাংলাদেশি ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এই উদ্যোগ সফল হলে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ