শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

সমমনাদের নিয়ে ইসলামী আন্দোলনের সংলাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাষ্ট্র কাঠামো সংস্কার, নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে সমমনা রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সংলাপ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 
বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংলাপ শুরু হয়ে চলে এক ঘণ্টার বেশি সময়। এতে বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিস অংশ নেয়। 
সংলাপে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। 
নেতাদের মধ্যে অংশ নেন- মাওলানা মামুনুল হক, আমির, বাংলাদেশ খেলাফত মজলিস; মাওলানা আব্দুল রব ইউসুফী, সহ-সভাপতি, জমিয়তে ইসলামের ওলামায়ে ইসলাম বাংলাদেশ; ড. আহমদ আব্দুল কাদের, সেক্রেটারি জেনারেল, খেলাফত মজলিস; মাওলানা মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, অধ্যাপক আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ; মাওলানা আব্দুল মাজেদ আতহারি, সহ-সভাপতি, নেজামে ইসলাম পার্টি বাংলাদেশ; মাওলানা ইউনুস আহমদ,
মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ; মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মহাসচিব জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ; মাওলানা জালাল উদ্দীন আহমদ, মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিস; মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ; মাওলানা মুসা বিন ইজহার; মহাসচিব, নেজামে ইসলাম পার্টি বাংলাদেশ; মাওলানা নাজমুল হাসান কাসেমী, সাংগঠনিক সম্পাদক, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ; মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া,
সিনিয়র যুগ্ম মহাসচিব, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ; মাওলানা আহমদ আলী কাসেমী, নায়েবে আমির, খেলাফত মজলিস; মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, সহ-সভাপতি, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ; মাওলানা আতাউল্লাহ আমীন, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিস; মাওলানা তাফাজ্জুল হক আজিজ, যুগ্ম মহাসিচব, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ; অধ্যাপক মাহবুবুর রহমান, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ; মাওলানা সাখাওয়াত হুসাইন, নায়েবে আমির, খেলাফত মজলিস; অধ্যাপক আব্দুল জলিল, যুগ্ম মহাসচিব, খেলাফত মজলিস; অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসেন; যুগ্ম মহাসচিব, খেলাফত মজলিস; হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ; মাওলানা আলী হাসান উসামা, ওলামা বিষয়ক সম্পাদক, খেলাফত মজলিস; মুফতি রেজাউল করীম আবরার, সাধারণ সম্পাদক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, মাওলানা তোফাজ্জল হোসাইন, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিস।ভ 
এছাড়া দুপুর ২টায় গণঅধিকার পরিষদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ