শনিবার, ০৩ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

অবস্থার উন্নতি নেই আল্লামা সুলতান যওক নদভীর, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের অন্যতম শীর্ষ আলেম, আরবি ভাষাবিদ, দারুল মাআরিফ মাদরাসার মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভী এক সপ্তাহেরও বেশি সময় ধরে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তিনি বর্তমানে এনআইভি সাপোর্টে আছেন। সর্বাত্মক চেষ্টার পরও চিকিৎসায় তাঁর কোনো উন্নতি হচ্ছে না। তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। 

জামিয়া দারুল মাআরিফের শিক্ষক মাওলানা মাহমুদ মুজিব সোমবার (২৮ এপ্রিল) আওয়ার ইসলামকে জানান, চিকিৎসায় কোনো উন্নতি হচ্ছে না আল্লামা সুলতান যওক নদভীর। চিকিৎসকরা ইতিবাচক কোনো আশ্বাস দিতে পারছেন না। 

মাহমুদ মুজিব জানান, গত ১৮ এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি আল্লামা সুলতান যওক নদভী। চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. রেজাউল করীমের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন ৮৬ বছর বয়সী এই আলেম। তাঁর চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ড আজ বৈঠক করে সর্বশেষ পরিস্থিতি জানানোর কথা থাকলেও সেটা জানায়নি। আগামীকাল পরিস্থিতি জানাতে পারে। 

আল্লামা সুলতান যওক নদভীর জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তাঁর পরিবারের সদস্য এবং ভক্ত-অনুরাগীরা। 

আল্লামা যওক বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। গত ফেব্রুয়ারিতে একবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকায় এনে ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গত বছরের ডিসেম্বরেও একবার তিনি হাসপাতালে ভর্তি হন। তখন চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে তাঁর চিকিৎসা চলে। 

আল্লামা সুলতান যওক নদভী হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি, জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক এবং বিশ্ব মুসলিম লিগের বাংলাদেশ শাখার প্রধান। আরবি ভাষায় দক্ষতা ও সাহিত্য অবদানের জন্যে দেশে-বিদেশে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ