শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী

দেশের প্রতিটি প্রাইমারি স্কুলে অন্তত একজন করে আলেম ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি ও সুয়াবিল তালিমুল ইসলাম মাদ্রাসার মুহতামিম শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ফটিকছড়ি আমতলী আজিজিয়া ফাতেমাতুজ্জুহরা মাদ্রাসার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি  এ দাবি জানান।

মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ।

মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী আরও বলেন, ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এমনকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক ছিল। বর্তমানে প্রাইমারি স্কুলে ধর্মীয় মৌলভী শিক্ষক না থাকার কারণে সহীহ শুদ্ধভাবে পবিত্র কোরআন মাজিদ, মাসনুন দোয়া, প্রয়োজনীয় মাসআলা শিখতে পারছেনা। সঠিক ধর্মীয় শিক্ষা না থাকার কারণে শিশু কিশোররা বিপথগামী হচ্ছে। বিভিন্ন ছোট বড় অপরাধে জড়িয়ে পড়ছে। 

তাঁর মতে, প্রাইমারি স্কুলে আলেমগণ ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োজিত থাকলে দেশের শিক্ষা ব্যবস্থা সুন্দর হবে৷শিশু-কিশোররা আগামী দিনে ইসলামের মৌলিকত্ব শিখতে পারবে। কোমলমতি ছাত্রদের হৃদয়ে বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, আদব-আখলাক, শিষ্টাচার, ভদ্রতা গড়ে উঠবে। ভবিষ্যতে জীবনে এর প্রভাব পড়বে।

মাহফিলে দেশবরেণ্যে উলামায়ে কেরাম বয়ান পেশ করেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ