শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ: সভাপতি ফয়েজী সাধারণ সম্পাদক আবরার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুর আলম:

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯ টায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ ও ইসলামী স্কলারগণ উপস্থিত হন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ।

এসময় আল্লামা নূরুল হুদা ফয়েজীকে সভাপতি, মাওলানা গাজী আতাউর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, মাওলানা ড. আ ফ ম খালিদ হোসাইনকে সহ-সভাপতি, মুফতী রেজাউল করীম আবরারকে সাধারণ সম্পাদক, মুফতি হেমায়েতুলস্নাহ কাসেমীকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন পীর সাহেব চরমোনাই।

এদিকে ১৫ দফা প্রস্তাবনা এবং ৩ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান।

কর্মসূচি:

১. দেশের প্রতিটি জেলা ও মহানগরে ওলামা মাশায়েখ সম্মেলন ও সিরাতুন্নবী মাহফিল (১লা অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত)।

২. প্রতিটি থানা ও উপজেলায় ইমাম, মুয়াজ্জিন ও ওলামা সম্মেলন (১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত)।

৩. ডিসেম্বর’২৩ মাসব্যাপী সারাদেশে তাফসীরুল কুরআন মাহফিল ও গণ-কুরআন শিক্ষা কর্মসূচি।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল হুদা ফয়েজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন শায়েখ জাকারিয়া রহ. ইসলামী রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতী মিজানুর রহমান সাঈদ, আব্দুল হক আজাদ, ড. অধ্যাপক আফম খালিদ হোসাইন, মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, বরিশাল মাহমুদিয়া মাদরাসার প্রিন্সিপাল উবায়দুর রহমান মাহবুব, আল্লামা ইয়াহইয়া মাহমুদ, খুলনা দারুল উলূমের প্রিন্সিপাল মাওলানা মুশতাক আহমদ, বেফাকুল মাদারিসিদ দীনিয়ার মহাসচিব মুফতী মোহাম্মদ আলী, মুফতী তাজুল ইসলাম, ড. বেলাল নূর আজিজী, মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, মুফতী শামসুদ্দোহা আশরাফী, মুফতী রেজাউল করীম আবরার, মাওলানা কামাল উদ্দিন সিরাজ, মুফতী আব্দুল আজিজ কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি মাওলানা এনামুল হক মুসা, মাওলানা শাহজাহান আলহাবিবী, মাওলানা নাযীর আহমদ শিবলী, মাওলানা আশরাফ আলী নূরী, মুফতী আব্দুর রাজ্জাক কাসেমী, মুফতী ইসমাঈল হোসাইন সিরাজী, মুফতী রফিকুন্নবী হাক্কানী, হাজী শরয়াতুলস্নাহর বংশধর মুফতী হানজালা, মাওলানা আলী আহমদ চৌধুরী পীর সাহেব চন্ডিবর্দী, ময়মনসিংহ জেলার শায়খুল হাদীস মাওলানা মঞ্জুরুল হক, কুড়িগ্রামের মুফতী মুজ্জামিল হক আইমানী, ফেনী জেলার শায়খুল হাদীস মাওলানা আব্দুর রাজ্জাক, ভাসানটেক মাদরাসার শায়খুল হাদীস মাওলানা আবুল কালাম আজাদ আনোয়ারী, যশোর জেলার শায়খুল হাদীস মাওলানা হারুনুর রশিদ কাসেমী, খাগড়াছড়ি জেলার মুফতী ইমামুদ্দিন কাসেমী, বগুড়া জেলার মুফতী আব্দুল মতিন, গাজীপুরের মাওলানা হাবিবুর রহমান মিয়াজী ও মুফতী ওবায়দুল্লা বিন সাঈদ, কুমিল্লা জেলার মাওলানা মাহবুবুর রহমান আশরাফী ও মাওলানা মুসাদ্দিকুর রহমান আশরাফী, কেরাণীগঞ্জের মুফতী শফিউদ্দিন কাসেমী, মুন্সিগঞ্জের মুফতী এমদাদুল হক আরেফী, কুষ্টিয়া জেলার মুফতী মুজ্জাম্মিল হক কাসেমী, চাঁদপুর জেলার মাওলানা আনসার আহমদ পীর সাহেব বাগিচাপুর প্রমুখ।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ