শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

 রাজধানীতে যুব খেলাফতের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের উপর দখলদার ইসরাইলের বর্বরোচিত আগ্রাসনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব খেলাফত বাংলাদেশ।

শুক্রবার (২০ অক্বাটোবর) দুপুর ২টাই ঢাকার লালবাগ শাহী মসজিদের প্রধান গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চকবাজার শাহী মসজিদ চত্ত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ। তিনি বলেন, অবৈধ দখলদার ইসরাইল অবরুদ্ধ আগ্রাসন চালিয়ে গাজা সিটিকে কবরস্থানে পরিণত করেছে। শরণার্থী শিবির, স্কুল ও হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানগুলোও রেহাই পাচ্ছে না হায়েনাদের বর্বর হামলা থেকে। হাজার হাজার নারী, শিশু ও বৃদ্ধকে হত্যা করা হচ্ছে।

মুফতী ফয়জুল্লাহ বলেন, ইসরাইলি বর্বরতার পক্ষে অবস্থান নিয়েছে মূলত তারাই যুদ্ধাপরাধী। এই যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। ফ্রান্স, জার্মানি মানবাধিকারের কথা বলে, মতপ্রকাশের স্বাধীনতার কথা বলে। অথচ এই দুটি দেশে মানুষ যখন ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মাঠে নেমেছে। তখন প্রতিবাদকারীদের গ্রেফতার করা হয়েছে। তারা মনে করে মুসলমানের মতপ্রকাশের কোন অধিকার নেই। এই হলো তাদের একপেশে মানবতা।  

তিনি মধ্যপ্রাচ্যের রাষ্ট্রপ্রধানদের প্রতি ইসরাইলের বর্বরতার পক্ষে অবস্থান নেওয়া রাষ্ট্রসমূহে তেল সরবরাহ বন্ধ করা ও তাদের সাথে সকল কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহবান জানান।

উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাশেম, দপ্তর সম্পাদক মাওলানা রিয়াজত উল্লাহ, যুব খেলাফতের আহবায়ক কমিটি সদস্য মুফতী মোঃ খোরশেদ আলম, মাওলানা কাজী আজিজুল হক, এ এম জহিরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, ছাত্র খেলাফত নেতা আব্দুল্লাহ আল রাতুল, ইলিয়াছ আহমদ, আল আমীন প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ