শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

ফিলিস্তিনের পাশে দাড়ান:  খেলাফত আন্দোলন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, আলেম-উলামাদের উপর হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, ফিলিস্তিনে মুসলমানদের উপর দখলদার ইসরাইলের সন্ত্রাসী হামলা বন্ধের দাবিতে রাজধানীতে সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

শনিবার (২১ অক্টোবর ) বিকাল তিনটায় বায়তুল মোকাররমের উত্তরগেট সংলগ্ন সড়কে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন দলটির আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।

তিনি বলেন, খেলাফত আন্দোলনের আজকের এই সমাবেশ ফিলিস্তিনের পক্ষে, দখলদার ইসরাঈলি আগ্রাসনের বিরুদ্ধে। নিরীহ ফিলিস্তিনিদের উপর ইহুদীদের অত্যাচার, নৃশংস ও বর্বরোচিত আক্রমণ সারা পৃথিবীর শান্তিকামী মানুষ মেনে নিতে পারে না। অতএব সরকার যেমনিভাবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান ব্যক্ত করেছে ঠিক তদ্রুপ  সব ধরনের সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে।

মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, বাংলাদেশের সেনাবাহিনী সারাবিশ্বে প্রশংসিত। ফিলিস্তিনের মুসলমানদের পাশে যেন বাংলাদেশ সেনাবাহিনী দাঁড়াতে পারে সেজন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে। 

্উপস্হিত ছিলেন খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান ও মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী আবুল হাসান কাসেমীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা সাইদুর রহমান, সহকারী মহাসচিব আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, দাওয়াত ও তাবলীগ সম্পাদক মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, শিক্ষাদীক্ষা সম্পাদক মাওলানা এহতেশামুল হক উজানী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: মোফাচ্ছির হোসাইন, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতী আফম আকরাম হোসাইন, দফতর সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম জামালী, ঢাকা বিভাগীয় সমন্বকারী মৌলভী আব্দুর রকীব,  মাওলানা গাজী ইউসূফ,  বীর মুক্তিযোদ্ধা ক্বারী মাসউদুল হক্ব, মাওলানা শেখ সাদী, অ্যাডভোকেট জয়নাল আবেদীন বকুল, মাওলানা সুলতান আহমদ,মুফতী মোশাররফ হোসাইন রায়পুরী, মুফতী জসীম উদ্দীন, খেলাফত যুব আন্দোলনের সিনিয়র সহসভাপতি গাজী আব্দুর রহীম, খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ জাকির বিল্লাহ প্রমূখ।

এনএ/

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ