শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
তাওয়াফের সময় কুরআন তিলাওয়াত করা যাবে? ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস

নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

হেফাজেতে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ, সাবেক ছাত্রনেতা, কারা নির্যাতিত মজলুম আলেম, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী 'বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি'র মজলিশেশুরার এক বৈঠকে নতুন ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হয়েছেন। 

আজিজুল হক ১৭৭৩ সালে চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন হরিণখাইন গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় পড়াশোনা করেন। পরবর্তীতে ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষে জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী থেকে দাওরায়ে হাদিস (টাইটেল) পাশ করেন। পাশাপাশি বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিল, আলিম, ফাজিল ও কামিল পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে উত্তীর্ণ হন। এরপর আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার তৎকালীন মহাপরিচালক আল্লামা শায়খ হারুন ইসলামাবাদীর তত্ত্বাবধানে পরিচালিত দ্বীনি ফাউন্ডেশন বাংলাদেশে উচ্চতর গবেষণা বিভাগে বিভিন্ন ধর্মতত্ত্বের ওপর গবেষণা, অনুবাদ ও সাহিত্য চর্চায় সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেন। 

রাজনীতির পাশাপাশি তিনি লেখালেখিও করেন। তার প্রথম লেখা প্রকাশিত হয় মাসিক আত-তাওহীদে। এছাড়া বিভিন্ন জাতীয়, স্থানীয়, দৈনিক, সপ্তাহিক, মাসিক পত্র-পত্রিকায় প্রবন্ধ-নিবন্ধ ও কলাম লেখা ছাড়াও বেশ কয়েকটি পুস্তিকা রচনা ও সম্পাদনা করেন। এরমধ্যে মাসিক শান্তিবার্তা, সপ্তাহিক নেজামে ইসলাম, মাসিক খতমে নবুওয়ত অন্যতম। তার সর্বমোট প্রকাশিত গ্রন্থ পাঁচটি।


তিনি কেরাণীগঞ্জ অবস্থিত মাদরাসাতুল আতহার আল ইসলামিয়া ঢাকার বর্তমান মুহতামিম, আন্তর্জাতিক মজলিশে তাহাফফুজে খতমে নবুয়তের যুগ্মমহাসচিব এবং
বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন ৷ 

আজ সকাল ১০ টায় বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মজলিশে শুরার এক সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেন।

আমীরে নেজাম আল্লামা ছরওয়ার কামাল আজিজির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতহারী, প্রিন্সিপাল আব্দুর রহমান চৌধুরী, মাওলানা আবদুল খালেক নেজামী, যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল কাদের চৌধুরী, ডা. মাওলানা ইলিয়াস খান, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সংগঠন সচিব মাওলানা আবু তাহের খান, হাফেজ আজিজুল হক, মাওলানা এনামুল হক কুতুবী, অর্থ সচিব মাওলানা আনওরুল কবীর, দফতর সচিব মুফতী দ্বীনে আলম হারুনী, প্রচার সচিব আব্দুল্লাহ আল মাসউদ খান, মাওলানা এরশাদ বিন জালাল, আলহাজ্ব শাকিরুল হক খানপ্রমুখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ