শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

২৬ এপ্রিল হাটহাজারী যাচ্ছেন চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের বরেণ্য আলেম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) আগামী ২৬ এপ্রিল শনিবার চট্টগ্রামের হাটহাজারী সফর করবেন।

জানা গেছে, বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে অংশ নিতে তিনি হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ওই দিন বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুরুল হুদা ফরেজী; হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আহমদ দিদার কাসেমী; বাবুনগর মাদরাসার প্রধান মুফতি ও শায়খুল হাদীস মুফতি মাহমুদ হাসান; আল হুদা মহিলা মাদরাসার পরিচালক মাওলানা মীর কাসেম; ফতেহপুর মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী; হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি হুমায়ুন কবির; চারিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ওসমান সাঈদি; ইছাপুর মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল ওয়াদুদ নুমানী; কাশেফুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সাত্তার এবং প্রখ্যাত আলেম মুফতি রেজাউল করিম আবরার, ঢাকা। তাঁদের উপস্থিতি মাহফিলকে জ্ঞানের আলোয় আলোকিত করবে এবং আগত মুসল্লীদের জন্য তা হবে অত্যন্ত সৌভাগ্যের বিষয়।

এই জমায়েত উপলক্ষে একই দিন দুপুরে পার্বতী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা শাখার আয়োজনে “ঐক্যের গুরুত্ব ও ওলামায়ে কেরামের করণীয়” শীর্ষক একটি ওলামা সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলার বিশিষ্ট ওলামায়ে কেরামগণ অংশগ্রহণ করবেন।

সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা মতিউল্লাহ নূরী জানান, মাহফিল ও সম্মেলন সফল করতে ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিক, মাওলানা খালেদ সুলতানী ও আলহাজ্ব মোহাম্মদ ফোরকান সিকদারসহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ ধর্মপ্রাণ তৌহিদী জনতার প্রতি উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ