শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

গত ডিসেম্বরে টঙ্গীর ইজতেমা ময়দানে মারামারির ঘটনায় সাদপন্থীদের দায়ের করা মামলায় হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা মাসউদুল করীম কাসেমীসহ বেশ কয়েকজনকে কারাগারে পাঠানোর আদেশের কিছুক্ষণ পর জামিন দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে গাজীপুরের আদালতে তিনিসহ অন্যরা আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

তবে নেতাকর্মীদের আন্দোলনের মুখে জরুরি ভিত্তিতে আদালত কিছুক্ষণ পর তাদের জামিন মঞ্জুর করেন। তারা হাজতখানা থেকে বিকেলেও মুক্তি পাবেন বলে জানা গেছে। 

মাওলানা মাসউদুল করীম টঙ্গীর প্রভাবশালী আলেম। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ গাজীপুর জেলার আহ্বায়ক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়াও বিভিন্ন দীনি খেদমতে নিয়োজিত। 

গত ডিসেম্বরে জোড় ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা সাদপন্থীদের সঙ্গে শূরাপন্থীদের বিরোধ দেখা দেয়। এ সময় গভীর রাতে সাদপন্থীরা ইজতেমা মাঠ দখল করতে এসে চারজনকে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় সাদপন্থীদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের বেশ কয়েকজন নেতা কারাভোগও করেছেন। সেই ঘটনায় সাদপন্থীদের পক্ষ থেকেও মামলা করা হয়। মাওলানা মাসউদুল করীমসহ টঙ্গী-গাজীপুরের অনেক আলেমকে সেই মামলায় আসামি করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ