শুক্রবার, ১৬ মে ২০২৫ ।। ২ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ১৮ জিলকদ ১৪৪৬


মানবিক করিডোর ও বন্দর নিয়ে সিদ্ধান্ত সরকারের জন্য ঠিক হবে না: খেলাফত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতৃবৃন্দ উদ্বেগের সাথে বলেছেন, রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা ছাড়া চট্টগ্রাম বন্দর ও মিয়ানমারে মানবিক করিডোর বিদেশীদের তত্ত্বাবধানে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ সরকারের জন্য সঠিক হবে না। তারা বলেন, এই সিদ্ধান্ত দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সম্পর্কিত, এবং এর ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থির হতে পারে। নেতৃবৃন্দ মন্তব্য করেন, “এটি রাজনৈতিক দল ও জনগণকে পরস্পর মুখোমুখি দাঁড় করানোর একটি অপচেষ্টা, যা দেশের নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে।” তারা সরকারের কাছে সব পক্ষের মধ্যে পারস্পরিক সহনশীলতা বৃদ্ধির আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশন ইসলামের মৌলিক বিধানসমূহের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, যা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের হৃদয়ে আঘাত করেছে। তারা মন্তব্য করেন, চরম বিতর্কিত এই কমিশন ও তাদের প্রস্তাবনা বাতিল না করা হলে, ভবিষ্যতের বাংলাদেশে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।

নেতৃবৃন্দ আরও বলেন, ফ্যাসিবাদী শাসনামলের পুরোনো বয়ান আবারো উঁকি দিচ্ছে, যা দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করছে। তারা সতর্ক করে দিয়ে বলেন, আধিপত্যবাদী গোষ্ঠী বাংলাদেশ বিরোধী অপতৎপরতায় লিপ্ত রয়েছে। খেলাফত মজলিস দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সজাগ থাকার জন্য গণ-অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে আহ্বান জানায়।

আকাশ প্রতিরক্ষা জোরদার এবং সশস্ত্র বাহিনী আধুনিকায়ন নিশ্চিত করতে এবারের বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার দাবি জানানো হয়। তারা গণহত্যার বিচার ত্বরান্বিত করার আহ্বান জানান এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। এর পাশাপাশি, শাপলা গণহত্যার কমিশন গঠন করে বিচারিক কার্যক্রম শুরু করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। নেতৃবৃন্দ নির্বাচনী সুষ্পষ্ট রোডম্যাপ ঘোষণার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান।

গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী বৈঠকের সভাপতিত্ব করেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ।

মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাহী বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর
হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, কৃষি বিষয়ক সম্পাদক আবু মুসায়্যিব, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, অধ্যাপক মাওলানা আজিজুল হক, আলহাজ¦ নুর হোসেন, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, আবুল হোসেন, আমির আলী হাওলাদার, এডভোকেট মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ