হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর অবস্থার অবনতি হয়েছে।
সোমবার (১৯ মে) বিকেলে তাঁর ভাতিজা এবং বারিধারা জামিয়া মাদানিয়ার মুহাদ্দিম মাওলানা জাবের কাসেমী এই তথ্য জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর হার্ট পুরোপুরি কাজ করছে না। তাঁর ফুসফুসে যে পানি জমেছে সেটাও কমছে না।
গত শুক্রবার (১৬ মে) দিবাগত গভীর রাতে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়লে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসা নিচ্ছেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী দেশবাসী ও বিশেষ করে জমিয়ত নেতাকর্মীদের কাছে তাঁর সুস্থতার জন্য বিশেষ দোয়া কামনা করেছেন। গতকাল রোববার জমিয়ত মহাসচিব হাসপাতালে গিয়ে মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর চিকিৎসার খোঁজখবর নিয়েছেন।
মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী জমিয়ত ও হেফাজতের সাবেক মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমীর ছোট ভাই। তিনি রাজধানীর মাদানীনগর মাদরাসা ছাড়াও একাধিক মাদরাসায় হাদিসের দরস দেন।
এমএইচ/