শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস আল্লামা সুলতান যওক নদভীর জানাজায় জনতার ঢল সুলতান যওক নদভীর মৃত্যুতে হেফাজত আমিরের শোক তাঁর অনুপস্থিতি সহজে পূরণ হবার নয়: ইউকে জমিয়ত সাম্রাজ্যবাদের ফান্ডখোরদের পরিকল্পনা বাস্তবায়ন করতে দেব না: হেফাজত আমির আস-সুন্নাহর প্রশিক্ষণে আপ্লুত হজযাত্রীরা

নবী অবমাননা ইস্যুতে ছলচাতুরি গ্রহণযোগ্য নয় : শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
শায়খ আহমাদুল্লাহ। ছবি: ফেসবুক প্রোফাইল

|| হাসান আল মাহমুদ ||

নবী অবমাননা ইস্যুতে ছলচাতুরি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন দেশের ইসলামি স্কলার বিশিষ্ট আলেম শায়খ আহমাদুল্লাহ।

তিনি বলেন, ‘নবী-অবমাননা ইস্যুতে ছলচাতুরি গ্রহণযোগ্য নয়। পূর্বের ভুলকে এড়িয়ে না গিয়ে তাওবা করতে হবে। নতুবা তার প্রতি এদেশের ধর্মপ্রাণ মানুষের প্রতিবাদ ও শাস্তি-দাবি অব্যাহত থাকবে’।

১০ জুলাই বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি এ কথা বলেন।

তাঁর মতে, ‘ধর্মপ্রাণ মানুষের ট্যাক্সের টাকায় বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পাওয়া কোনো কর্মকর্তা এমন জঘন্য নবীবিদ্বেষ লালন করবে, এই অনাচার চলতে পারে না।’

নবী অবমাননাকারীর শাস্তি দাবি জানিয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের হৃদয়ের স্পন্দন। নবীজী (সা.) সম্পর্কে চরম অবমাননাকর মন্তব্য করা একজন লোক কীভাবে পুলিশ অফিসার হয়, সেটা বোধগম্য নয়। তার ব্লগের লেখা ও মন্তব্যগুলো প্রতিটি নবীপ্রেমীর হৃদয়কে চৌচির করেছে। চিহ্নিত ধর্মবিদ্বেষী ও নবী অবমাননাকারী এই লোক পুলিশ বাহিনীর জন্য কলঙ্কের। তার বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

তিনি বলেন, ‘যদিও অতি-সম্প্রতি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি নিজেকে মুসলমান দাবি করেছেন। কিন্তু ব্লগে তার যে নবীবিদ্বেষী লেখা এদেশের হাজার হাজার মানুষ দেখেছে, তার কোনো ব্যাখ্যা তিনি দেননি। তিনি যদি পূর্বের অবস্থান থেকে ফিরে আসেন, আমরা অবশ্যই তার এই প্রত্যাবর্তনকে সাধুবাদ জানাব। কিন্তু পূর্বের কৃত ভুলের ব্যাপারে বোধোদয় হলে সে বিষয়ে চুপ থাকা কেন?’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ