শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস আল্লামা সুলতান যওক নদভীর জানাজায় জনতার ঢল সুলতান যওক নদভীর মৃত্যুতে হেফাজত আমিরের শোক তাঁর অনুপস্থিতি সহজে পূরণ হবার নয়: ইউকে জমিয়ত সাম্রাজ্যবাদের ফান্ডখোরদের পরিকল্পনা বাস্তবায়ন করতে দেব না: হেফাজত আমির আস-সুন্নাহর প্রশিক্ষণে আপ্লুত হজযাত্রীরা

আল্লামা ফরিদপুরী রহ.-এর কবর জেয়ারত করলেন সাইয়্যেদ আজহার মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

দেশের শীর্ষ মরহুম আলেম আল্লামা শামসুল হক ফরিদপুরী রহ.-এর কবর জেয়ারত করলেন আযাদী আন্দোলনের মহানায়ক শায়খুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহ. পৌত্র আল্লামা সাইয়্যেদ আজহার মাদানী।

আজ বুধবার (১১ ডিসেম্বর) বেলা তিনটায় তিনি দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী দীনী মারকাজ জামিআ ইসলামিয়া দারুল উলূম খাদেমুল ইসলাম গওহরডাঙা মাদরাসায় তাশরিফ রাখেন ।

এসময় তিনি মোজাহেদে আজম মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ.সহ বুজুর্গানেদীনের কবর জেয়ারত করেন।

কবর জিয়ারত শেষে তিনি গওহরডাঙ্গা মাদরাসায় বুখারী শরীফের দরস দেন। পাশাপাশি ওলামায়ে কেরাম ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত করেন।

সাইয়্যেদ আজহার মাদানীর সফরসঙ্গী মাওলানা ওয়ালীউল্লাহ আরমান সূত্রে আওয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত হয়েছে।

সফররত মাওলানা আরমান আজ বুধবার সন্ধায় মুঠোফোনে প্রতিবেদককে জানান, সাইয়েদ আজহার মাদানী এখন যশোরে মুফতী ওয়াক্কাস রহ. এর মাদরাসায় যাচ্ছেন।

গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটযোগে ভারতের এই আলেম ঢাকায় পৌঁছেন।

তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান নতুনবাগ মাদরাসার মুহতামিম ও জমিয়তে উলামায়ে ইসলাম মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা গোলাম রাব্বানী, মাওলানা আহসান হাবীব, মাওলানা সালেহ আহমেদ, মুফতী নিজাম উদ্দিন আদনান, খালেদ মাহমুদ, মাওলানা নাঈম কাসেমী ও মাওলানা সালমান প্রমুখ।

জানা গেছে, ৯ দিনের সফরে মাওলানা সাইয়েদ আজহার মাদানী ঢাকার পাশাপাশি ৬ ও ৭ ডিসেম্বর হবিগঞ্জ, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া, ৮ ডিসেম্বর ঢাকা, ৯ ডিসেম্বর টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলা, ১০ ডিসেম্বর মুন্সিগঞ্জ, মাদারীপুর, সাভারে পদ্বীনি প্রোগ্রাম সম্পন্ন করেছেন। আজ ১১ ডিসেম্বর গোপালগঞ্জ, নড়াইল ও যশোর জেলায় সফর করছেন।

আগামীকাল  ১২ ডিসেম্বর কক্সবাজার জেলা, ১৩ ডিসেম্বর হবিগঞ্জ জেলা, ১৪ ডিসেম্বর কুমিল্লা জেলায় এবং ১৫ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ