শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস আল্লামা সুলতান যওক নদভীর জানাজায় জনতার ঢল সুলতান যওক নদভীর মৃত্যুতে হেফাজত আমিরের শোক তাঁর অনুপস্থিতি সহজে পূরণ হবার নয়: ইউকে জমিয়ত সাম্রাজ্যবাদের ফান্ডখোরদের পরিকল্পনা বাস্তবায়ন করতে দেব না: হেফাজত আমির আস-সুন্নাহর প্রশিক্ষণে আপ্লুত হজযাত্রীরা

গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ মাদরাসা শিক্ষার্থী শহীদ আরাফাতের জানাযা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ || 

গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ মাদরাসা শিক্ষার্থী শহীদ আরাফাতের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযায় উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, বিশিষ্ট লেখক গবেষক মাওলানা শরীফ মুহাম্মদ, মাওলানা নাজমুল ইসলাম কাসেমী, উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সারজিস আলম, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত প্রেসসচিব শফিকুল ইসলামসহ বিভিন্ন আলেম,মাদরাসা ও কলেজ-ভার্সিটির ছাত্ররা।

শহীদ আরাফাত (১১) গত ৫ আগস্ট উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে আন্দোলনে গুলিবিদ্ধ হন। তিন মাস হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন থাকার পর রোববার (২২ ডিসেম্বর) রাত সাড়ে দশটায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরাফাতের বাবা মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, আরাফাত ঢাকার উত্তরা ৫ নং সেক্টরে অবস্থিত জামিয়া রাওজাতুল উলুম মাদরাসায় কিতাব বিভাগের ইবতেদায়ী প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন। এর আগে কুরআন শরীফের নাজেরা শেষ করে তিন পাড়া মুখস্থ করেছিলেন।    

গত ৫ আগস্ট উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে তিনি গুলিবিদ্ধ হন। এরপর প্রথমে তাকে আধুনিক হাসপাতালে নিলে সেখান থেকে ফেরত দিয়ে দেয়া হয়। এরপর নেয়া হয় কুর্মিটোলা হাসপাতালে। সেখান থেকে তাকে সিএমএইচে পাঠানো হয়। সাড়ে ৪ মাস সেখানে ভর্তি থাকার পর রোববার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

আরাফাতের বাবা আরও জানান, ঘাতক বুলেট নিহত আরাফাতের বাম পাজরের দিক দিয়ে ঢুকে পাজরের হাড্ডি ও মেরুদণ্ড ভেঙে ডান পাশ দিয়ে বের হয়ে যায়। এতে তার একটি কিডনিও নষ্ট হয়ে যায়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ