বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২৪ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
প্রকৃতি প্রতিশোধ নিতে কখনো ভুল করে না : শিবির সভাপতি প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াত আমিরের এনসিপির সাথে চামড়াশিল্প রক্ষা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভোলা-বরিশাল সেতুর দাবিতে  ওলামা-ত্বলাবার মানববন্ধন বিভিন্ন সংস্কার কমিটির মাধ্যমে কিছু কুসংস্কার প্রস্তাবনা এসেছে: খেলাফত আন্দোলন আল্লামা সুলতান যওক নদভী (রহ.)-এর কবর জিয়ারতে শায়েখে চরমোনাই অসুস্থ জমিয়ত সহ-সভাপতিকে দেখতে হাসপাতালে গেলেন দলের শীর্ষ নেতৃবৃন্দ চবিতে কওমী স্টুডেন্টস নেটওয়ার্কের যাত্রা, সভাপতি আতহার নূর কাকে জুলাইয়ের গাদ্দার বললেন সাদিক কায়েম?

ইসলামের পথে চলতে আমাকে এত বাধা কেন: লুবাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবার জীবন আচারে বেশ পরিবর্তন এসেছে। বর্তমানে তিনি ধর্মীয় পোশাকে আবৃত হয়ে চলেন। নিজেও জানিয়েছেন ইসলামের নিয়ম অনুসারে পথ চলছেন। এবার সামাজিক মাধ্যমে তিনি ইসলামের পথে চলতে বাধার অভিযোগ করেছেন। 

গতকাল বুধবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন লুবাবা। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, রিলস আর টিকটকের মধ্যে পার্থক্য আপনারাই বলেন? আমি যেখানে একদম চুপচাপ,সেখানে আমাকে নিয়ে বারবার খোঁচা মেরে কথা। অকথ্য ভাষায় যা তা বলা। কিন্তু কেন?
এরপর লুবাবা প্রশ্ন রেখেছেন, ইসলামিক পথচলায় এতো বাধা কেন? আপনি টিকটক করলে আমি বলতে পারব না? আর আমি একবারও বলি নাই টিকটক খারাপ। ডিপেন্ড করে আপনার প্রেজেন্টেশন।  

লুবাবা যোগ করেছেন, আর আমি রিলস করে নাচাগানা কখনও করি না। আমি কয়েকটি ব্র্যান্ডের সাথে কাজ করি, সো আমি ফুড/ ইসলামিক রিলেটেড কন্টেট বানাই। আমি বারবার বলি, আমাকে দিয়ে আপনারা খারাপ কোনো শিক্ষা পাবেন না। আর আমাকে এই মানুষগুলো যতোছোট করেই কথা বলুক না কেন, আমি লুবাবা আমার মতো করেই চলব যেভাবে নিজেকে পরিবর্তন করে চলছি।

সবশেষে সবার উদ্দেশে লুবাবার বার্তা, এটাই তাদের জন্য আমার লাস্ট মেসেজ।  হেদায়েত করুক আল্লাহ আপনাদের। খুব শিগগিরই আপনি আপনার ভুল বুঝে আল্লাহর পথে আসবেন। আমিন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ