বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাক আগামী বৃহস্পতিবার (১৫ মে) বিভাগীয় শহর সিলেটে একদিনে দুটি অনুষ্ঠানের আয়োজন করেছে। এর একটি হলো মুহতামিম সম্মেলন এবং অপরটি কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ।
মুহতামিম সম্মেলনটি বেলা ১১টায় নগরীর গ্র্যান্ড ইমারাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের আয়োজন করেছে সিলেট জেলা বেফাক।
এতে প্রধান অতিথি থাকবেন বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক। বিশেষ অতিথি থাকবেন বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী। আমন্ত্রিত অতিথিদের মধ্যে থাকবেন কেন্দ্রীয় উপদেষ্টা হাফিজ মাওলানা শায়খ মজদুদ্দীন আহমদ, হাফিজ মাওলানা মুফতী ওলিউর রহমান, কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ গহরপুরী ও মাওলানা শায়খ আব্দুল গাফফার।
সিলেট জেলা বেফাকের সাধারণ সম্পাদক মুফতী আবুল হাসান জকিগঞ্জী মুহতামিমদের এই সম্মেলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে একই দিন বিকেল তিনটায় নগরীর শহীদ সুলেমান হলে (দরগাহ গেইট) বেফাকের সিলেট জেলা শাখার উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগের অনুষ্ঠানে যারা অতিথি এখানেও তারাই অতিথি থাকবেন।
এনএইচ/