চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান আজ বুধবার (১৪ মে ২০২৫)। এটি দেশের ইতিহাসে সর্ববৃহৎ সমাবর্তন। সমাবর্তনে ২৩ হাজার গ্র্যাজুয়েট ও তাদের পরিবার, বর্তমান শিক্ষার্থীসহ লাখো মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে পুরো ক্যাম্পাস। সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সমাবর্তনে অংশ নিচ্ছেন ২০১১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৯টি অনুষদের ২২ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ৪২ জনকে পিএইচডি ও ৩৩ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হবে। এছাড়া সমাবর্তনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি প্রদান করা হবে।
সমাবর্তন সফল করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, ডিজিএফআই, ডিএসবি, এসএসএফ, এনএসআইসহ নিরাপত্তার চাদরে মোড়ানো পুরো ক্যাম্পাস।
উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উম্মে সালমা নিঝুম বলেন, অ্যাকাডেমিক জীবনের একটি সুন্দর সমাপ্তি সমাবর্তন। দীর্ঘ ৯ বছর পর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হচ্ছে। আজ যখন পিছন ফিরে দেখি, তখন মনে হয় একদম প্রথম দিনের সেই অচেনা ক্যাম্পাস, নতুন বন্ধুদের সাথে প্রথম পরিচয়, সেই উদ্ভূত উত্তেজনা সবই যেন এক সুন্দর স্মৃতি হয়ে গেছে। কল্পনায় বহুবার দেখা সেই দিনটা অবশেষে সত্যি বাস্তবে এসে ধরা দিতে যাচ্ছে। পরিবার ও বন্ধুদের সাথে অনেক আনন্দ করছি। এটা আসলে অন্যরকম এক অনুভূতি।
নওগাঁ থেকে মেয়ে সাথে এসেছেন ৫৫ বছর বয়সী এক মহিলা। তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন, আজ আমার অনেক ভালো লাগছে। মেয়ে আমার তার পড়াশোনা শেষ করে এই দিনটি পেয়েছে। এখানে অনেক ভালো লাগছে। মেয়ে আমাকে ঘুরে ঘুরে সবকিছু দেখাচ্ছে।
দুপুর ১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে শুরু হবে মূল অনুষ্ঠান। দীর্ঘ ১৮ বছর পর নিজ ক্যাম্পাসে আসছেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ নোবেল পুরস্কার পাওয়ার পর ২০০৭ সালে সপরিবারে নিজের ক্যাম্পাসে এসেছিলেন ড. মুহাম্মদ ইউনূস।
সৈয়ব আহমেদ সিয়াম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি)
এসএকে/