মসজিদে নববীর ইমামদের নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি শেখ ড. আহমদ বিন তালিব হামিদের নাম। গত ৮ মে (১০ শাওয়াল ১৪৪৬) অনুষ্ঠিত একটি আনুষ্ঠানিক সভায় তালিকাটি প্রকাশিত হয়েছে। ওই সভায় ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি মসজিদে নববীর জন্য ১০ জন ইমামের নাম ঘোষণা করে, যেখানে পূর্বের ১১ জনের তালিকা থেকে শেখ আহমদের নাম অনুপস্থিত ছিল।
রমজান ১৪৪৬ হিজরির শেষ দশ রাতের নামাজে শেখ আহমদের অনুপস্থিতি প্রথমে দর্শনার্থী ও পর্যবেক্ষকদের নজরে আসে। তখন কোনো আনুষ্ঠানিক বিবৃতি না থাকলেও বিভিন্ন সূত্রে জানা যায় যে, ব্যক্তিগত কারণে তিনি নামাজে ইমামতি থেকে বিরত ছিলেন।
ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি সাধারণত ইমামদের পদত্যাগ, বরখাস্ত বা দীর্ঘ বিরতির বিষয়ে প্রকাশ্যে কোনো বিবৃতি দেয় না। তাই এই পরিবর্তনের বিষয়ে সরাসরি কোনো ঘোষণা প্রত্যাশিত নয়। তবে, অতীতে দেখা গেছে যে, ইমামদের অনুপস্থিতি বা প্রত্যাবর্তন নির্দিষ্ট সময়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
বর্তমানে শেখ ড. আহমদ বিন তালিব হামিদ মসজিদে নববীর ইমামদের তালিকায় নেই। তবে, ভবিষ্যতে তার প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, যেমনটি পূর্ববর্তী ঘটনাগুলোতে দেখা গেছে। সূত্র: ইনসাইড দ্য হারামাইন
এনএইচ/