দেশের প্রখ্যাত বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার বাবার মোসলেম উদ্দিন মুছা মুসল্লি গুরুতর অসুস্থ। তাঁকে জরুরি ভিত্তিতে পটুয়াখালী থেকে ঢাকায় এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার (১২ মে) রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে মোসলেম উদ্দিন মুছা মুসল্লিকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সময় ভুগছেন। তাঁর জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
মোসলমে উদ্দিন মুছা মুসল্লির তিন ছেলেই দেশজুড়ে আলোচিত ও পরিচিত মুখ। তাঁরা তিনজনই বক্তা হিসেবে ব্যাপক পরিচিত। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী ছাড়াও ছোট দুই ভাই মাওলানা হাবিবুর রহমান মিছবাহ এবং মাওলানা মাহফুজুর রহমান জাবেরের সারাদেশে পরিচিতি রয়েছে।
মোসলমে উদ্দিন মুছা মুসল্লি ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি পটুয়াখালীর কলাপাড়ায় লতাচাপলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা নিয়ে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন।
এনএইচ/