সোমবার, ১৯ মে ২০২৫ ।। ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নুসরাত ফারিয়া আদালতে, কারাগারে আটক রাখার আবেদন সমৃদ্ধ দেশ গঠনে যুব সমাজকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে মাওলানা কবির আহমদ পাকিস্তানে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৪, আহত ২০ গাজায় জোরদার ইসরাইলি হামলা, একদিনে নিহত ১৫১ ফিলিস্তিনি চিরনিদ্রায় শায়িত হলেন প্রচার বিমুখ বরেণ্য আলেম  আহমদ আব্দুল্লাহ চৌধুরী শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন সহ চবি ছাত্রদলের ৫ দফা দাবী কাবুলে চিকিৎসাসেবা, তালেবান সরকারের প্রশংসা কুড়ালো মারকাজুল ইসলামী মানুষের ভালোবাসা নাকি ঘৃণা- কোনটা নিয়ে বিদায় হবেন ড. ইউনূস? আমরা কখনোই ইসরাইলকে স্বীকৃতি দেব না: পাকিস্তান নির্বাচন হতে পারে ডিসেম্বরেই তবে জুনের পরে নয় : প্রধান উপদেষ্টা

শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন সহ চবি ছাত্রদলের ৫ দফা দাবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, আবাসন ভাতা চালু এবং নিরাপদ ক্যাম্পাস গঠনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। রবিবার (১৮ মে ২০২৫) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহিয়া আখতারের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে সংগঠনটির পক্ষ থেকে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন সময়ে আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে শিক্ষার্থীদের মাত্র ১৮ শতাংশের জন্য আবাসন সুবিধা রয়েছে। ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অধিকাংশ শিক্ষার্থীকে নিরাপত্তাহীন, অস্বাস্থ্যকর ও ব্যয়বহুল পরিবেশে জীবনযাপন করতে হচ্ছে। এতে করে শিক্ষাজীবনের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

স্মারকলিপিতে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—শতভাগ শিক্ষার্থীর জন্য আবাসনের নিশ্চয়তা দিতে দীর্ঘমেয়াদে নতুন হল নির্মাণ, স্বল্পমেয়াদে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য মাসিক আবাসন ভাতা চালু, পুরাতন হলগুলোর সংস্কার ও ধারণক্ষমতা বৃদ্ধি এবং প্রশাসনিক দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, “নিরাপদ ক্যাম্পাস এবং উপযুক্ত আবাসন নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। আমরা আশা করি প্রশাসন দ্রুত আমাদের দাবি বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় চবি উপাচার্য ছাত্রদলকে আশ্বস্ত করেন। দাবিগুলো যৌক্তিক, তারা পর্যালোচনা করে ব্যবস্থা নিবেন। স্মারকলিপি নিয়ে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন বলেন, "আমাদের শিক্ষার্থী ভাইবোনেরা দিনের পর দিন আবাসিক সংকটে ভুগছে। অথচ বিশ্ববিদ্যালয় শতভাগ আবাসিক হওয়ার কথা ছিলো। আমরা চাই

বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন হল নিমার্ণের উদ্যোগ নিক, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন করুক।যতদিন নতুন হল নিমার্ণ না হবে শিক্ষার্থীদের আবাসন ভাতা দেওয়া হোক।"

 চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান স্মারকলিপির বিষয়ে জানান— "আবাসন সংকট নিরসন শিক্ষার্থীদের প্রাণের দাবি। হলে স্খান সংকুলন না হওয়ায় স্যাঁতস্যাঁতে পরিবেশে বাহিরে অস্বাস্থ্যকর কটেজে শিক্ষার্থীদের থাকতে হচ্ছে।বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত দ্রুত নতুন হল নিমার্ণের উদ্যোগ গ্রহণ করা ও বর্তমানে আবাসন সুবিধার বাহিরে থাকা শিক্ষার্থীদের ভাতা প্রদান করা। এসব দাবি মেনে না নিলে শিক্ষার্থীদের সাথে নিয়ে কঠোর কর্মসূচি দিবে চবি ছাত্রদল।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ