বিপুল সংখ্যক কর্মীদের উপস্থিতে অত্যন্ত সুন্দর ও সফল ভাবে সম্পন্ন হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার কর্মী সমাবেশ। গতকাল ১১ মে পূর্ব লন্ডনের ফোর্ড স্কয়ার কনফারেন্স হলে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে শুরুতে পবিত্র কুরআনে কারীম থেকে তেলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারী শায়খ আহমদ হাসান।কর্মী সমাবেশে অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও হেফাজতে ইসলাম বাংলাদেশ ইউ'কের সভাপতি শায়খুল হাদীস মুফতী আব্দুর রহমান মনোহরপুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা শাহনূর মিয়া, সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ, যুক্তরাজ্য শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী,প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিন ভুঁইয়া, নির্বাহী সদস্য মাওলানা নোমান হামিদী, বিশিষ্ট আইনজীবী ও সংগঠক ব্যারিস্টার কাজী আনোয়ার।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন লন্ডন মহানগর শাখার সহ সভাপতি মুফতী মাশহুদুর রহমান,সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ বুলু মিয়া,প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আহবাবুর রহমান,নির্বাহী সদস্য হাফিজ মাওলানা আব্দুল মুহাইমিন সুন্নাহ, মাওলানা নাইম আহমদ, প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকের সভাপতি মাওলানা সালেহ আহমদ ভূঁইয়া।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, বায়তুলমাল সম্পাদক ইমাম মাওলানা আবুল কালাম আজাদ, লন্ডন মহানগরীর সহ সভাপতি হাফিজ শহীর উদ্দিন, সহ সভাপতি মাওলানা মুহিউদ্দীন খান, মাওলানা লুৎফর রহমান, সহ সভাপতি আলহাজ্ব মুস্তাফিজুর রহমান,সহ সভাপতি সৈয়দ রফিকুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাছুম আহমদ, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব শাহ জাহান সিরাজ, সহ সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব বদরুল ইসলাম, আলহাজ্ব শহীদুল্লাহ ভূঁইয়া, প্রকাশনা সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ মুছা আহমদ চৌধুরী,প্রমূখ।
কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নায়েবে আমীর এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেন,আমরা অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামীলীগের কার্যক্রম কে নিষিদ্ধ করা জন্য। ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নেমে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে বিজয় অর্জন করেছে এ জন্য ছাত্র-জনতাকেও আন্তরিক অভিনন্দন জানাই। এ বিজয় শুধুমাত্র ছাত্র-জনতার নয়।এ বিজয় সারা দেশের ইসলাম প্রিয় জনতার।দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে দেশপ্রেমিক ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
তিনি আরো বলেন, আমীরে মজলিস শায়খুল হাদীস আল্লামা মামুনুল হকের নেতৃত্বে সারা দেশে বাংলাদেশ খেলাফত মজলিসের গণ জোয়ার তৈরী হয়েছে।প্রতি দিন দলে দলে আলেম উলামা সহ সর্বস্তরের মানুষ সংগঠনে যোগদান করছেন। এ জাগরণ কে ধরে রেখে দেশ বিদেশে সাংগঠনিক কার্যক্রম কে আরো জোরদার ও গতিশীল করতে হবে।এ জন্য ময়দানে দায়িত্বশীল ও কর্মীদের আরো পরিকল্পিত ভাবে কাজ করতে হবে।
এনএইচ/