মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


দুই ভুয়া পুলিশের কাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রিকশাচালক ও পুলিশের ভুয়া পরিচয় দেওয়া প্রতারক দুজনকে আটকের পর পুলিশের গাড়িতে করে নেওয়া হচ্ছে। ছবি: প্রথম আলো
রিকশাচালক ও পুলিশের ভুয়া পরিচয় দেওয়া প্রতারক দুজনকে আটকের পর পুলিশের গাড়িতে করে নেওয়া হচ্ছে।

রাজধানীর ফকিরাপুলে বাস থেকে নেমে মিটফোর্ড হাসপাতালে যাওয়ার জন্য আজ শনিবার সকালে রিকশা ঠিক করেন জসিম উদ্দিন নামের এক ব্যক্তি। ৮০ টাকা ভাড়ায় রিকশায় ওঠেন তিনি। রিকশাচালক তাঁকে মিটফোর্ডে না নিয়ে চলে যান আজিমপুর চায়না বিল্ডিংয়ের গলিতে।

সেখানে থাকা দুজন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে রিকশা থামান। পরে তাঁরা ছিনিয়ে নেন জসিম উদ্দিনের কাছে থাকা ১৬ হাজার টাকা।

এ সময় জসিম কৌশলে পথচারীদের কাছে সাহায্য চাইলে পথচারীরা রিকশাচালক ও পুলিশের ভুয়া পরিচয় দেওয়া দুজনকে আটক করেন। পুলিশের পরিচয়পত্র দেখতে চান পথচারীরা। আর এতেই বিপাকে পড়েন তাঁরা।

পরিচয়পত্র দেখাতে না পারায় পথচারীরা বুঝতে পারেন, ওই দুজন ভুয়া পুলিশ। শুরু হয় গণপিটুনি। গণপিটুনির শিকার ওই দুই ব্যক্তি হলেন জিন্নাত হোসেন (৪৮) ও নাহিদ (৪৩)। আর এই ঘটনার সঙ্গে জড়িত রিকশাচালকের নামও জসিম (৩৫)।

পাশেই লালবাগ থানার টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিকশাচালকসহ তিনজনকে আটক করে। পথচারী ও পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত রিকশার যাত্রী জসিম উদ্দিন তাঁর ১৬ হাজার টাকা ফেরত পান।

পুলিশের সহকারী উপপরিদর্শক মো. আরিফুল ইসলাম দুপুরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে লালবাগ থানায় নিয়ে যান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ কুমার পাল প্রথম আলোকে বলেন, আটক দুজন স্বীকার করেছেন যে তাঁরা দীর্ঘদিন ধরে এভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা ও জিনিসপত্র ছিনতাই করে আসছিলেন। আটক তিনজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি চলছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ