শাপলার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।
বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ উদ্যোগে শাপলা চত্বরে শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। আজ দুপুর ৩টায় পল্টনের দারুল খিলাফাহ মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।
শাখা সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে ও শাখা সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, শাপলা গণহত্যার বিচার নিশ্চিতে দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিশন গঠন করতে হবে। স্বৈরাচারী হাসিনা সরকারের দমবন্ধ করা দেশে সঠিক তদন্তের কোন পরিবেশ ছিল না। বিগত ফ্যাসিস্ট খুনি সরকার এই গণহত্যা ধামাচাপা দিতে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করেছিল। তাই এই গণহত্যার সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করতে রাষ্ট্রযন্ত্রকে কাফফারা আদায় করার আহ্বান করছি। পাশাপাশি শাপলার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে।
এ সময়ে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা আতিকুল্লাহ, মাওলানা ইমদাদ আশরাফ, সহসাধারণ সম্পাদক মাওলানা কাজী সালেহ উদ্দিন, মাওলানা ইমদাদ বিন ছায়েনুদ্দীন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি হাফেজ শামসুল আলম, নির্বাহী সদস্য মাওলানা আমীর আহমাদ, যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলা সদস্য সাইফুল ইসলাম লিটন প্রমুখ।
এমএইচ/