মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


ময়মনসিংহের জামিয়া মাহমুদিয়া চরখরিচা মাদরাসার ভর্তি শুরু আগামী বুধবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের ময়মনসিংহ জেলার জামিয়া মাহমুদিয়া আরাবিয়া চরখরিচা মাদরাসার ১৪৪২-৪৩ হিজরি, ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি আগামী ৬ শাওয়াল (১৯ মে) বুধবার থেকে শুরু হবে। বিষয়টি মাদরাসার মুহতামিম মাওলানা মাসরুর হাসান আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

মাওলানা মাসরুর হাসান জানান, এ মাদরাসায় নিরিবিলি ও মনোরম পরিবেশে ছাত্রদের আমল, আখলাক, তালীম ও তরবিয়াতের পাশাপাশি দীনের আদর্শ ও যোগ্য রাহবার হিসেবে গড়ে তোলা হয়। এখানের ছাত্রদের জন্য রয়েছে মানসম্মত খাবারের ব্যবস্থা। যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে ছাত্রদের পাঠদান করানো হয়।

জামিয়া মাহমুদিয়া আরাবিয়া চরখরিচা মাদরাসার মুরুব্বি বেফাকুল মাদারিসিলি আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি, আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও যাত্রবাড়ী মাদরাসার মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। তার দিক নির্দেশনাতেই পরিচালিত হয় এ মাদরাসা।

মাদরাসায় ভর্তি সংক্রান্ত জরুরী নির্দেশনা:
১.পুরাতন ছাত্র যারা এখনো ভর্তি হয়নি তারা নিজ নিজ জামাতের নেগরানের সাথে যোগাযোগ করে ভর্তির কাজ সমাপ্ত করবে।
২.নতুন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সরাসরি ভর্তি পরিক্ষা দিয়ে ভর্তির কাজ সমাপ্ত করবে।
*নতুন ভর্তিচ্ছু শিক্ষার্থী যারা এ বছর বেফাক পরিক্ষা দিয়েছে। তারা বেফাকের মার্কশীট দেখিয়ে অনলাইনে ভর্তি হতে পারবে।

#ভর্তি ফি: কিতাব ও হেফজ বিভাগ ২০০০ টাকা। নাজেরা ও নূরানী বিভাগ ১৫০০ টাকা। ফরম মূল্য সকল বিভাগ ১০০ টাকা।

আগামী বুধবার ৬ ও ৭ শাওয়াল ২দিন ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় থাকবে বলে জানিয়েছেন মাদরাসার মুহতামিম মাওলানা মাসরুরর হাসান।

বি.দ্র. ভর্তি কাজ সমাপ্ত করে সাথে সাথে মাদরাসা ত্যাগ করতে হবে। কোন ছাত্র মাদরাসায় অবস্থানের অনুমতি নেই।
ভর্তি সংক্রান্ত ও যে কোনো প্রকার যোগাযোগ : 01911656541/01684696841

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ