মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন: ছাত্র জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। বৃহস্পতিবার (২৭ মে) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এখলাছুর রহমান রিয়াদ সংগঠনের পক্ষে এ দাবী জানান।

বিবৃতিতে ছাত্র জমিয়ত সভাপতি বলেন, গত একবছরের বেশী সময় ধরে বন্ধ রয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ। আল্লাহর অশেষ দয়ায় করোনা মহামারীর নেতিবাচক প্রভাব কাটিয়ে বর্তমানে মানুষের জীবনযাত্রা প্রায় স্বাভাবিক হয়ে এসেছে।কলকারখানা, অফিস-আদালত, দোকানপাট, শপিংমল সবকিছুই খুলে দেয়া হয়েছে স্বাস্থ্যবিধি মেনে। এমতাবস্থায় কার্যকর বিকল্প কোনো উদ্যোগ গ্রহন ছাড়াই মাসের পর মাস শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা সম্পূর্ণ অযৌক্তিক।

এমতাবস্থায় বিকল্প ব্যবস্থাপনার অপ্রতুলতা এবং শিক্ষার বিকল্পহীনতা এই দুই বাস্তবতাকে বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ