মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


ময়মনসিংহে কমিউটার ট্রেনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহের বেগুনবাড়ি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুল ইসলাম বলেন, ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের এক বগি থেকে আরেক বগিতে ইলেকট্রিক সংযোগ লাইন ঢিলা হয়ে শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। ধোয়ায় বগি অন্ধকার হয়ে গেলে যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করে।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা ও যাত্রীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তেমন ক্ষতি হয়নি। পরে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা ও যাত্রীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তেমন ক্ষতি হয়নি। পরে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক দীপক বলেন, কমিউটার ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিস্তা এক্সপ্রেস কিছুক্ষণ বিদ্যাগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে ছিল। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ