মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


দিনাজপুরে ট্রাক চাপায় বৃদ্ধা নারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী
দিনাজপুর প্রতিনিধি>

দিনাজপুরের ঘোড়াঘাটে মালবোঝাই ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে সালেহা বেগম (৬৭) নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক এবং ট্রাকের চালক সহ চালকের সহকারী (হেলপার) কে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরাহীমপুর-গুচ্ছগ্রাম এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত সালেহা বেগম (৬৭) উপজেলার সিংড়া ইউপির বিরাহীমপুর গ্রামের মৃত আব্দুল প্রামাণিকের স্ত্রী।

নিহতের পরিবার জানায়, রাণীগঞ্জ গো-হাটের পেছনে স্কুল শিক্ষক কালাম মিয়ার বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন সালেহা বেগম। প্রতিদিনের মতো আজ সকালেও নিজ বাড়ি গুচ্ছগ্রাম থেকে আঞ্চলিক মহাসড়ক দিয়ে কাজ করার জন্য রানীগঞ্জের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত মুখ থেকে আসা মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে তার উপর তুলে দেয়। ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, আমরা ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছি। সকল আইনগত প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারকে মামলা করার জন্য বলা হয়েছে। তারা মামলা না করলে, আমরা বাদী হয়ে সড়ক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ