মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার কার্যক্রম প্রকল্পের গুরুত্ব শীর্ষক সেমিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আর্থ সামাজিক উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার কার্যক্রম প্রকল্পের গুরুত্ব শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রংপুর নগরীর ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে রংপুর বিভাগের ৮ জেলার ঈমাম ও খতিবরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আবু জাফর।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের সহকারী পরিচালক মো. জামাল উদ্দিন।

প্রবন্ধ পাঠ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মসজিদের ইমাম কাম খতিব মাওলানা রকিব উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল। অনুষ্ঠানের সমাপনী পর্বে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. শাহজাজান।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ