জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জমিয়ত ঢাকা মহানগর উত্তরের সহ-সাধারণ সম্পাদক, বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা ওমর আলী লিউকেমিয়া ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছেন।
বেশ কিছুদিন যাবত ডায়বেটিসসহ শারীরিক দুর্বলতা অনুভব করায় ডাক্তারের শরণাপন্ন হন মাওলানা ওমর আলী। HB, B12, WBC ও RBC ইত্যাদি রিপোর্ট তেমন ভালো আসেনি। পরে আরও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে তার লিউকেমিয়া ব্লাড ক্যানসার ধরা পড়ে।
শিক্ষকতার পেশায় মাওলানা ওমর আলী শহীদ মুক্তিযোদ্ধা জামিয়া ইমদাদিয়া দারুল উলুম মুসলিম বাজার মাদরাসার মুহাদ্দিস ও জামিয়া ইসলামিয়া রামেরকান্দা কেরানিগঞ্জের শাইখুল হাদিস। এছাড়াও জামিয়া ইমদাদিয়া বাগ্নিবাড়ি মাদরাসার নায়েবে মুহতামিম ও শায়খুল হাদিসের দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, মাওলানা ওমর আলী পুরান ঢাকার জামিয়া ইসলামিয়া ইসলামবাগ লালবাগের সাবেক নায়েবে মুহতামিম ও মুহাদ্দিস। স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে মোদীবিরোধী আন্দোলনের সময় আলেম উলামাদের গ্রেফতার ও হয়রানির সময়ে আওয়ামী লীগের ষড়যন্ত্রের শিকার হয়ে অন্যান্য শিক্ষকদের সাথে তাকেও চাকরিচ্যুত করা হয়।
দেশ-বিদেশে মাওলানা ওমর আলীর অনেক ছাত্র, শুভাকাঙ্ক্ষী, ভক্ত-অনুরাগী রয়েছেন। তার সুস্থতার জন্য শিক্ষক, ছাত্রবৃন্দ, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহযোদ্ধাসহ দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
এমএইচ/