বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে প্রার্থী ঘোষণা করেছে।
গতকাল শনিবার (১৭ মে) ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত গণসমাবেশে প্রার্থীদের পরিচিত করিয়ে দেন দলের আমির মাওলানা মামুনুল হক।
এ সময় মাওলানা মামুনুল হক আগামী নির্বাচনে তার দল বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে রিকশা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
ছয়টি আসনে ঘোষিত প্রার্থীরা হলেন– ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে হাফেজ মাওলানা সাইদুল্লা বিন আনসারী; ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল) আসনে মাওলানা মনিরুল ইসলাম খন্দকার; ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে মাওলানা মুফতি মহসিনুল হাসান; ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে মাওলানা কাজী মইনুদ্দীন; ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মাওলানা আব্দুল কাইয়ুম ফারুকী এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে মাওলানা আব্দুল মজিদ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ এখনো ঘোষণা হয়নি। তবে বাংলাদেশ খেলাফত মজলিস ইতোমধ্যে তাদের নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে। এর আগে সিরাজগঞ্জের চারটি আসনেও প্রার্থী ঘোষণা করেছে দলটি। আগামী নির্বাচনকে টার্গেট করে দলীয় প্রার্থীরা কাজ শুরু করেছেন।
এমএইচ/